• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

রাঙামাটিতে শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি-দোকানপাট ভাঙচুর

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
রাঙামাটির কাপ্তাইয়ে দোকানপাট ভাঙচুর।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার পর বিক্ষোভ মিছিলের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকের দরজা ভেঙে রাস্তায় চলে আসে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাপ্তাই প্রধান সড়কের নতুনবাজারে যাওয়ার চেষ্টা করলে আগে থেকে অবস্থান নেওয়া উপজেলা ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করলে শিক্ষার্থীরা বিএসপিআই মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কাপ্তাই-আসামবস্তি সড়ক বন্ধ করে বিক্ষোভ করে।

পরে বেলা ১টার দিকে পুনরায় কাপ্তাই-বিএসপিআই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে নতুনবাজার এলাকায় আসে। এ সময় শিক্ষার্থীরা পেট্রোল পাম্পে থাকা একটি পিকআপের সামনের গ্লাস ও নতুনবাজারে মা মিনি চাইনিজ রেস্টুরেন্টের সামনের গ্লাস ভাঙচুর করে। এ সময় ওখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বাজারে না পেয়ে দেড়টার দিকে বিএসপিআই ক্যাম্পাসে ফিরে আসে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ হাসান, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম। তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন