• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

স্বাধীনতা আজ তুমি কোথায়।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৪
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান
স্বাধীনতা কোথায় তুমি আজ ?
তোমায় দেখতে বড় ইচ্ছা করে,
তুমি কি লুকিয়ে আছো আমার ভাইয়ের
বুকের বাম পাজরের রক্তে।
স্বাধীনতা তোমায় খুজে বেড়াচ্ছি
আমি আমার ন্যর্য অধিকার আদায়ে
তুমি আশার আলো হয়ে দেবে দেখা কি
বাংলা মায়ের বুকে ?
স্বাধীনতা তুমি কি দেখতে পাচ্ছ না
আজ বাংলা মায়ের কান্নাভেজা চোখ
তুমি কি শুনতে পাও না ভাই হারা বোনের বোবা কান্না
সে কি সুকরুন।
বিষের বাশি হয়ে বাজে আজ
বাংলার মায়ের আচলে বন্দুকের আওয়াজ
তবে পঞ্চাশ বছর আগে রক্তে কেনা স্বাধীনতা আজ কোথায় ?


আরও সংবাদ

জরুরি হটলাইন