• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাদের বাইক ভাঙচুর করল কোটা আন্দোলনকারীরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৫
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ছাত্রলীগ নেতাকর্মীদের বাইক ভাঙচুর করে কোটা আন্দোলনকারীরা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

জামালপুরে কোটা আন্দোলনকারীরা সরকারি আশেক মাহমুদ কলেজ ঘেরাও করে ছাত্রলীগ নেতাদের ১০/১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, বেসরকারি সৃষ্টি স্কুল এবং বঙ্গবন্ধু স্কুলসহ একাধিক স্কুলের আন্দোলনকারীরা জামালপুর হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টার দিকে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের মির্জা আজম চত্বরে গিয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে।

সেখান থেকে বেলা ১১টার পর শহরের শেখের ভিটা রেলক্রসিংয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে দেয়। এক ঘণ্টা পর ট্রেন ছেড়ে দিয়ে তারা শহরের পাঁচ রাস্তা দিয়ে মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের দিকে আসতে থাকে।

কোটা আন্দোলনকারী রেদওয়ান খন্দকার মাহিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মাসজিদের কাছে মিছিল আসামাত্রই কলেজে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা ঢিল ছুড়তে থাকে এবং গালাগাল করে। এ সময় আন্দোলনকারী এক নারী আহত হয়। পরে তারা কলেজের সামনে চলে আসে এবং ছাত্রলীগ নেতাদের ধাওয়া করে।

তিনি বলেন, এ সময় ছাত্রলীগ নেতারা দৌড়ে কলেজের দোতলায় গিয়ে আশ্রয় নেয়। পরে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাদের ১০-১২টি বাইক ভাঙচুর করে।

জামালপুর জেলা ছাত্রলীগ সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ ছাত্রলীগের একাধিক নেতা তখন কলেজ গেটে অবস্থান করছিল বলে জানা গেছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি  প্রতিদিন খবর বলেন, আমি কলেজ থেকে চলে এসেছি। আমার নতুন বাইকটিও ভাঙচুর করেছে কোটা আন্দোলনকারীরা।

সদর থানা পুলিশের ওসি মহব্বত কবির জানান, পুলিশ জানমাল রক্ষা করতে কাজ করছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন