• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬০
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেন।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নজরুল অডিটরিয়ামের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, নজরুল কলেজ, নজরুল একাডেমিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীকে আহত করেছে। এই অন্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ত্রিশাল এবং ময়মনসিংহে এসে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়েছেন যানবাহনের যাত্রীরা। এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে হেঁটে যেতে দেখা গেছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন