• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

অন্যায়ভাবে কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করবেন না : রাশেদ প্রধান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৮
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন শিক্ষার্থীদের লাশ বানিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার খোয়াব পূর্ণ হবে না। তাদের মনে রাখতে হবে ছাত্রজনতার রক্তে অর্জিত ইতিহাস ’৫২, ’৬৯, ’৭১ এবং ’৯০-এর ইতিহাস। ইনশাআল্লাহ ২০২৪র ইতিহাস হবে রক্তের বিনিময়ে ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইতিহাস।

রাশেদ প্রধান আরও বলেন কী অপরাধ করেছিল আমার শিক্ষার্থী ভাইবোনেরা। তাদের দাবিতে তাদের অধিকার ছিল। আজ তাদের এই সরকারের গুলিতে জীবন দিতে হলো। রক্তের বিনিময়ে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে আন্দোলনে এই সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তবে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হলে আমরা তাদের বড় ভাই অথবা একজন অভিভাবক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। প্রয়োজন হলে আমার ভাইবোন এবং সন্তানদের রক্ষায় অভিভাবক হয়ে রাজপথে এই সরকারকে মোকাবিলা করব।

রাশেদ প্রধান বিএনপি অফিসে মঙ্গলবার গভীর রাতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সরকার মরণ কামড় দিয়ে উঠেছে। আন্দোলন করছে শিক্ষার্থীরা আর পুলিশ অভিযান চালাচ্ছে বিএনপি অফিসে ও নেতাকর্মীদের বাসায়! তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগকে বলতে চাই, সব খেলার শেষ আছে। অন্যায়ভাবে কোনো দল বা ব্যাক্তিকে টার্গেট করার চেষ্টা করবেন না। অনিবার্য পতনের জন্য প্রস্তুত থাকুন।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির মহাসচিব মুহাম্মদ আবু হানিফ যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন