• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

পটুয়াখালীতে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৩
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
পটুয়াখালীর বাউফলে জয় চন্দ্র নামে এক ছাত্রলীগ নেতা পদ থেকে পদত্যাগ করার ঘোষণা : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বরিশাল প্রতিনিধি মোঃ মামুন খান

পটুয়াখালীর বাউফলে জয় চন্দ্র নামে এক ছাত্রলীগ নেতা পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

জয় চন্দ্র উপজেলা ছাত্রলীগের (একাংশ) কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক।

স্ট্যাটাসে জয় লেখেন, ‘আমি জয় চন্দ্র কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের বিএসএস বিভাগের ছাত্র। আমি কলেজ ছাত্রলীগের (শিক্ষাবিষয়ক সম্পাদক) হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু এমতাবস্থায় আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম।’

তার এই স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে কোটা আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি দলের শীর্ষপর্যায়ের নেতাকর্মীদের নজরে পড়লে কয়েক ঘণ্টা পর জয় আবার স্ট্যাটাস দেন, ‘আমি আমার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। দয়া করে কেউ অপপ্রচার চালাবেন না।’

এ বিষয়ে কলেজ শাখার সাধারণ সম্পাদক আদনান খান বলেন, কয়েকজন নেতাকর্মী আমাকে বিষয়টি অবহিত করেছে। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে তার স্ট্যাটাসে মনে হচ্ছে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েই সে তার পদ থেকে পদত্যাগ করেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন