• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

কোটা আন্দোলন নিয়ে কর্নেল অলির বিবৃতি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৩
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘাটনা নিয়ে বিবৃতি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বুধবার (১৭ জুলাই) তিনি এই বিবৃতি দেন। যেখানে তিনি বলেন আমি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি স্বৈরশাসকের কবল থেকে দেশকে রক্ষা করা। নিজেদের কোনো কিছু পাওয়ার আশায় নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধদের নাম ব্যবহার করে লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে। এরা সকলে ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের আত্মীয়-স্বজন। কোটার আড়ালে তাদের দলীয় নেতৃবৃন্দের ছেলে-মেয়েদের চাকরিতে নিয়োগ দিয়ে যাচ্ছে। আমরা সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করণে বদ্ধপরিকর।

বিবৃতিতে তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি আমরা পূর্ণ সমর্থন দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমাদের সকলের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। কারণ তারাই আমাদের আগামীর নেতা।

তিনি আরও বলেন, সরকারের উচিত হবে কোনো অবস্থাতেই যেন দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। সরকারের উচিত হবে দেশে শৃঙ্খলা বজায় রাখা। সরকারের কাছে আশা করছি।

আমরা এলডিপির পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে যথাযথ মর্যাদা দিচ্ছি এবং সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন