• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের সমর্থন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কারের একদফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রসমাজের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

ছাত্রসমাজের কর্মসূচি সমর্থন করে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক সমাবেশ আহ্বান করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা এই সিদ্ধান্ত নেয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহসভাপতি কে এম জাবির প্রমুখ।

এ সময় গণতন্ত্র মঞ্চ সরকারকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানায়।


আরও সংবাদ

জরুরি হটলাইন