• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

পুলিশের দায়িত্ব পালনে বাধা : ছাত্র শক্তির আহবায়ক আখতার রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৬
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার মামলায় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানিয়েছেন।

এদিন আখতার হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এস এম এলিস মাহমুদ। শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আখতার হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী টিএসসিতে জড়ো হন। এ সময় তাদের টিএসসি থেকে সরে যাওয়ার আহ্বান করে পুলিশ। একপর্যায়ে বসে পড়েন আখতার হোসেন। তখন তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন।

পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আখতার হোসেনের নামে শাহবাগ থানায় মামলায় করেন ওই থানার উপ-পরিদর্শক সানারুল হক। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অজ্ঞাতনামাদের আসামি করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন