• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

কয়রায় কীটনাশক দিয়ে ধরা অবৈধ চিংড়ি মাছ জব্দ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৬
শনিবার, ২৭ জুলাই, ২০২৪
চিংড়ি মাছ। পুরোনো ছবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে ধরা ৩৮ কেজি অবৈধ চিংড়ি জব্দ করেছে। এ সময় ১টি নৌকা, ১ বোতল কীটনাশকসহ নিষিদ্ধ ভেশাল জাল জব্দ করা হয়।

শনিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে সুন্দরবনের চালকি নদী থেকে মাছ, নৌকা ও অবৈধ জাল জব্দ করা হয়।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের খবর জানতে পেরে মাছ পাচারকারীরা গহিন বনে পালিয়ে যায়।

অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ ছানা রঞ্জন পাল, মো. আলী হোসেন, মো. জুয়েল রানা ও আব্দুল ওয়াদুত।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা বিষযুক্ত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে বিনষ্ট করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন