স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী সোমবার সকালে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
আগের দিন যা ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।এর আগে, কারফিউ শিথিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমে বলেছিলেন, “যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।”
সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে