• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

জনপ্রিয় মডেলের লাশ উদ্ধার, অন্তরালে কী?

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৩
সোমবার, ২৯ জুলাই, ২০২৪
জনপ্রিয় মডেলের লাশ উদ্ধার, অন্তরালে কী?
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটনের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তিনি হংকংয়ের অন্যতম একজন জনপ্রিয় মডেল। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন তিনি।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রেটনকে ৯ বার ছুরিকাঘাত করা হয়েছে। এই হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন হলেন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন। স্থানীয় পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। এদিকে চিকিৎসকদের ভাষ্য—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্য, গোয়েন্ডলিনকে হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন তার স্বামী।

গোয়েন্ডলিন রঙিন দুনিয়ায় পথচলার শুরু ২০১৮ সালে। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। হংকংয়ের মডেল এজেন্সি ক্যালক্যারি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছেন এই সুন্দরী।

 

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন