• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

অলিম্পিকের তৃতীয় দিনে যা ঘটেছে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫২
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
প্যারিস অলিম্পিকের পদক। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গত শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় প্যারিস অলিম্পিকের পদকের লড়াই। সোমবার তৃতীয় দিন নিষ্পত্তি হয় ১২টি স্বর্ণপদকের। এক নজরে দেখে নেবো এ দিনের কী কী ঘটেছে:

দূষণে অনুশীলন বাতিল

দিনের শুরু হয় খারাপ খবরে। সিন নদীর দূষণের কারণে দ্বিতীয়বারের মতো বাতিল হয় ট্রায়াথলনের অনুশীলন। যদিও ৩০-৩১ জুলাই মূল ইভেন্ট আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী আয়োজকরা।

দিনের প্রথম স্বর্ণ দক্ষিণ কোরিয়ার

তৃতীয় দিন প্রথম স্বর্ণ জেতে দক্ষিণ কোরিয়া। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে স্বর্ণ জেতান স্কুল ছাত্রী ১৬ বছরের বয়ী বান হিওইন। চীনের হুয়াং ইউতিং রূপা এবং সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট জিতেছেন ব্রোঞ্জ।

অলিম্পিকের অভিষেকে স্বর্ণ

ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড প্লাটফর্ম ডাইভিংয়ে চীনকে স্বর্ণ জেতান লিয়ান জুনজি ও ইয়াং হাও। ৪৯০.৩৫ স্কোর করে অলিম্পিকেই স্বর্ণ জিতেছে এই জুটি।

শূটিংয়ে আরও একটি স্বর্ণ চীনের

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনকে আরও একটি এনেদেন শেং লিহাও। অলিম্পিক রেকর্ড গড়ে এই স্বর্ণ জেতেন তিনি।

ইকুয়েস্ট্রিয়ানে স্বর্ণ ব্রিটেনের

গত আসরে ইকুয়েস্ট্রিয়ানের দলীয় ইভেন্টিংয়ে স্বর্ণ জিতেছিল ব্রিটেন। এবারও সেই ধারা ধরে রাখলো তারা। এই ইভেন্টে সর্বোচ্চ পাঁচটি জিতল ব্রিটেন।

নাদালকে বিদায় করেন জকোভিচ

রোলাঁ গারোয় লাল মাটির দুর্গে নোভাক জকোভিচের কাছে পাত্তা পাননি রাফায়ালে নাদাল। স্প্যানিশ তারকাকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন সার্বিয়ান তারকা জকোভিচ।

জন্মদিনের একদিন আগে স্বর্ণ জয়

জন্মদিনের একদিন আগে নিজেকে স্বর্ণ উপহার দিয়েছেন ফ্রান্সের টম পিডকক। ছেলেদের মাউন্টেন বাইক সাইক্লিংয়ে ২৬.২২ সেকেন্ড সময় নিয়ে এ স্বর্ণ জেতেন তিনি।

আরচারিতে দক্ষিণ কোরিয়ার আরও একটি স্বর্ণ

ছেলেদের দলীয় আরচারিতে স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ফাইনালে ফ্রান্সকে ৫-১ ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়ার তিন আরচার।

ক্যানুতে স্বর্ণ ফ্রান্সের

ছেলেদের সি-১ ক্যানু স্ল্যালমে স্বর্ণ জেতেন ফ্রান্সের নিকোলাস জেস্তিন। এই ইভেন্টে ব্রিটেনের অ্যাডাম বার্জেস রুপা আর এবং স্লোভাকিয়ার মাতেজ বেনুস জেতেন ব্রোঞ্জ।

জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় স্বর্ণ জাপানের

জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় ইভেন্টে চীনকে পেছনে স্বর্ণ জিতেছে জাপান। আর ব্র্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।

প্রথম স্বর্ণ রোমানিয়ার

প্যারিস অলিম্পিকে রোমানিয়াকে প্রথম স্বর্ণ জেতান ডেভিড পোপোভিচি। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে দেশকে এই স্বর্ণ জেতান ১৯ বছর বয়সী এ সাঁতারু।

এবার স্বর্ণ তাতিয়ানার

গত আসরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাতিয়ানা স্মিথকে। তবে এবার মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন দক্ষিণ আফ্রিকার এ সাঁতারু।

সাঁতারে এগিয়ে অস্ট্রেলিয়া

তৃতীয় দিনে সাঁতারের পদকের লড়াই হয়েছে পাঁচটি। কোনো দেশই একটির বেশি পদক জিততে পারেনি। স্বর্ণ জিতেছেন ভিন্ন ভিন্ন দেশের পাঁচজন। এ পর্যন্ত প্যারিস অলিম্পিকে সাঁতারে ১২ ইভেন্টের পদকের নিষ্পত্তি হয়। এরমধ্যে সর্বোচ্চ ৩টি স্বর্ণ অস্ট্রেলিয়ার।

টানা দুদিন পদক তালিকার শীর্ষে জাপান। তৃতীয় দিনের ২টিসহ সর্বমোট ৬টি স্বর্ণ জিতেছে তারা। মোট পদক সংখ্যায় এগিয়ে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩ স্বর্ণসহ মোট ২০টি পদক মার্কিনিদের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে স্বর্ণ জিতেছে স্বাগতিক ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।


আরও সংবাদ

জরুরি হটলাইন