• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

মা ও তার প্রেমিককে দিয়ে চাচার বাড়িতে ডাকাতি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৫
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
প্রতীকী ছবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ডাকাতির কত রকমের গল্পই আমরা শুনি। সিনেমা নাটকেও অভিনব সব উপায়ে ডাকাতির থ্রিলিং কাহিনি দেখি। তেমনই এক অভিনব কাহিনি ফেঁদে নিজ চাচার বাড়িতেই ডাকাতি করলেন এক তরুণী। আর এ কাজে সঙ্গী করলেন নিজের মা এবং মায়ের প্রেমিককে। ঘটনাটি ঘটেছে ভারতের ২৪ পরগনা জেলায়।

ডাকাতির গল্প বানিয়ে চাচার বাড়ি থেকে প্রায় ১১ লাখ টাকা লুট করেছেন ওই তরুণী। তবে সামান্য ভুলে ধরা পড়ে যায় তার এই কাণ্ড। অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ক্যানিংয়ের বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়। ওই বাড়িতে বিমলের সঙ্গে থাকতেন তার মা ও বিবাহিত ভাইঝি। পেশায় ক্ষৌরকার বিমল ব্যাঙ্কে টাকা রাখেন না। তিনি টাকা রাখেন নিজের বাড়ির আলমারিতে। সেকথা জানতেন ভাইঝি রেখা প্রামাণিক।

তিন বছর ধরে চাচার বাড়িতে থাকার সুবাদে বাড়ির সব খুঁটিনাটি জেনে নিয়েছিল সে। সোমবার সন্ধ্যায় বিমল বাজারে যাওয়ার পর জানতে পারেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনা যখন ঘটে তখন পাশের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তার মা। বাড়িতে ছিলেন একমাত্র ভাইঝি।

বিমলের মা বাড়িতে এসে দেখেন, রেখা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তার হাত-পা বেঁধে ডাকাতরা আলমারি থেকে সব টাকা নিয়ে গেছে। থানায় অভিযোগের পর ঘটনার তদন্তে নামে পুলিশ।

তদন্তের শুরুতেই পুলিশের খটকা লাগে। কারণ বিমল বাড়িতে এমন এমন জায়গায় টাকা রেখেছিলেন যা আগে থেকে না জানলে খুঁজে বার করা সম্ভব নয়। এর পরই রেখাকে জেরা করেন পুলিশ কর্মকর্তারা। জানতে পারেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। এমনকী রেখার মা সারথী প্রামাণিকও তার স্বামীর সঙ্গে থাকেন না। তিনি বাপি মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে আলাদা ভাড়া বাড়িতে থাকেন। যার নাম আগে থেকেই পুলিশের খাতায় রয়েছে। এর পর পুলিশের বুঝতে দেরি হয় না এই ঘটনায় বাপি মোল্লার সংযোগ রয়েছে।

টানা জেরার মুখে রেখা স্বীকার করে, ফাঁকা বাড়িতে চাচার সব টাকা লুট করেছে তার মা ও মায়ের প্রেমিক। পরে রেখার মায়ের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। সেখান থেকে ১০ লাখ ৫৮ হাজার টাকা ও ইলেক্ট্রিক ড্রিল মেশিন উদ্ধার করেন তারা। একইসঙ্গে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরও সংবাদ

জরুরি হটলাইন