• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে পুলিশের বাধা পেরিয়ে আদালতপাড়ায় আন্দোলনকারীরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
চট্টগ্রাম আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও আইনজীবীদের অবস্থান। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অবস্থান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। পুলিশের বাঁধা পেরিয়ে আদালতপাড়ায় পৃথকভাবে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। উই ওয়ান্ট জাস্টিজ- স্লোগানে স্তব্ধ আদালতপাড়া। তাদের সঙ্গ দিচ্ছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। এমনকী বক্তব্যও দিচ্ছেন তারা। অন্যদিকে সমাবেশস্থলের পাশেই কঠোর অবস্থানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এমন অবস্থা বিরাজ করছে।

এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আদালতপাড়ায় উঠার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে বিএনপিপন্থী আইনজীবীদের সহযোগিতায় শিক্ষার্থীরা আইনজীবী ভবন প্রাঙ্গণে প্রবেশ করে। এই রিপোর্ট লেখা পর্যন্তত আইনজীবী ভবন, আদালত প্রাঙ্গণসহ পৃথক পৃথক অবস্থানে তারা উই ওয়ান্ট জাস্টিজ বলে স্লোগান দিচ্ছে।

এর আগে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তারা। এসময় বক্তব্য দেন আবদুস সাত্তার, ইফতেকার মহসিনসহ আরও অনেকে। একইসঙ্গে আওয়ামীপন্থী আইনজীবীরাও সোনালী ব্যাংক প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। এসময় জেলা পিপি ইফতেকার সাইমুন চৌধুরী, অতিরিক্ত জেলা পিপি চন্দন তালুকদারসহ আরও অনেকে দেখা গেছে।

এদিকে মূল দুই রাস্তা ব্লক করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ফলে এই রিপোর্ট লিখা পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল। সমাবেশস্থল ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের লোকজন।


আরও সংবাদ

জরুরি হটলাইন