ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাসের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুর খবর জানাজানি হতেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও প্রতিরোধ যোদ্ধাদল প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।
হামাস
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, দখলদার ইসরায়েল কর্তৃক আমাদের ভাই হানিয়ার হত্যাকাণ্ড (বিদ্যমান উত্তেজনায়) গুরুতর বৃদ্ধি। তাদের উদ্দেশ্য হামাস ও আমাদের জনগণের ইচ্ছাশক্তি ভেঙে দেয়া এবং তাদের ভুয়া লক্ষ্য অর্জন করা। আমরা নিশ্চিত করে বলতে চাই যে এসব করেও তারা উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে।
তিনি বলেন, হামাস একটি চেতনা এবং একটি প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। সব ধরনের ত্যাগ নির্বিশেষে হামাস এই পথেই চলবে এবং আমরা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
ফিলিস্তিন ইসলামিক জিহাদ
ফিলিস্তিন ইসলামিক জিহাদের উপ-মহাসচিব মুহাম্মাদ আল-হিন্দি বলেছেন, এই গুপ্ত হত্যাকাণ্ড শুধু ফিলিস্তিনি প্রতিরোধ, বিশেষ করে হামাসের দিকে পরিচালিত হয়নি এটি ইরানের দিকেও পরিচালিত হয়েছে। ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে। তাদের জবাব দেয়ার ধরনে বিভ্রান্তি ও লক্ষ্য অর্জনে অক্ষমতার বিষয়টি ফুঠে উঠে। ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো তারা এমন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
ইসরায়েল
ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। তবে ইসরায়েলি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন, পৃথিবী থেকে আবর্জনা পরিষ্কার করার এটাই সঠিক উপায়। আর কোন কাল্পনিক শান্তি বা সমর্পণ চুক্তি নয়। আর দয়া নেই। যে লোহার হাতটি তাদের আঘাত করবে সেটিই শান্তি ও একটু প্রশান্তি বয়ে আনবে। একই সঙ্গে যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তিতে বসবাস করার আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়ার মৃত্যু পৃথিবীকে একটু ভালো করে তুলবে।
ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরানে হানিয়ার শাহাদত ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ জোটের মধ্যে গভীর ও অটুট বন্ধনকে শক্তিশালী করবে।
ফিলিস্তিন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে হানিয়াকে হত্যার নিন্দা করেছেন। একে কাপুরুষোচিত কাজ এবং একটি বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ধৈর্য ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আব্বাস।
রাশিয়া
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, এটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এটি উত্তেজনাকে আরও বাড়বে।
হুতি
ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হুতি বলেছেন, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড একটি জঘন্য সন্ত্রাসী অপরাধ এবং আইন ও আদর্শ মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন।
তুরস্ক
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের সম্মুখীন হবে।