বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ চলাকালে আন্দোনকারীদের বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যদের বাগবিতণ্ডা হয়। এ সময় অন্তত ১০ আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
আন্দোলনকারীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ফকিরবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে তারা। এ সময় লাঠিপেটা করা হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
বেলা সাড়ে ১২টার দিকে নগরের বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলনকারীরা ফজলুল হক অ্যাভিনিউর জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা নগরভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। যে কারণে আদালতের সামনের সড়কেই বসে পড়েন একদল ছাত্রী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ১টার দিকে তাদের বেধড়ক লাঠিপেটা করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী আরিফা ও সিফা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে দেশে গুম-খুনের বিচার দাবিতে ফজলুল হক অ্যাভিনিউতে বিক্ষোভ করছিলেন। এ সময় বেধড়ক লাঠিপেটা করা হয়। কেউ কি শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পারে, প্রশ্ন রাখেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান বলেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছেন। এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।