• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ফিরছেন ইয়ামি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৬
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
ফিরছেন ইয়ামি। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

একজন মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু ইয়ামি গৌতমের। ২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই ইয়ামির সৌন্দর্য ও সাবলীল অভিনয়ে দর্শক মুগ্ধ হন। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই সুন্দরীকে দর্শকরা হৃদয়ে জায়গা দেন।

এরপরের কথা তো সবার জানা। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন ইয়ামি। এদিকে চলতি বছরের মে মাসে মা হয়েছেন এই বলিউড অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয় ফিরছেন ইয়ামি। এমনটাই খবর একাধিক ভারতীয় গণমাধ্যমের। বিরতি কাটিয়ে স্বামী আদিত্য ধরের নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন তিনি।

পরিচালক-প্রযোজক আদিত্য ধর ‌‘ধুরন্দর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইয়ামি। বলিউডের অভিনেতা রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্নারও সিনেমাটিতে অভিনয়ের কথা রয়েছে।

জানা গেছে, ‘ধুরন্দর’-এ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সেখানে নায়কের সহযোগী হিসেবে থাকবেন ইয়ামি। গল্পে পাকিস্তানে একটি গোপন অভিযানে অংশ নেবেন তারা। শেখানে খলনায়ক রূপে দেখা মিলবে সঞ্জয় দত্তের। সব কিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরের শুরুতেই শুটিং শুরু হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন