ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ফান্দাউক ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি নূরে আলম।
আটক শ্রমিকদল নেতা মো. তোফাজ্জল হোসেন ফান্দাউক ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। সে ফান্দাউক ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল তোফাজ্জল। বুধবার (৩১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের এসআই নুরে আলমের নেতৃত্বে তোফাজ্জলের ঘরে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জলের বিরুদ্ধে নাসিরনগর থানায় এর আগেও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।
নাসিরনগর থানার ওসি নূরে আলম বলেন, শ্রমিকদল নেতা মো. তোফাজ্জল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।