• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

দেখে নিন অলিম্পিকে নারী ফুটবলের সময়সূচি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭০
বৃহস্পতিবার, ১ অগাস্ট, ২০২৪
স্পেন-ব্রাজিল ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পুরুষদের পাশাপাশি চূড়ান্ত হয়েছে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। আগামী শনিবার (৩ আগস্ট) হবে শেষ আটের তিন ম্যাচ। আর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষনীয় ব্রাজিল-ফ্রান্সের ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা।

দুই সেমিফাইনাল হবে ৬ ও ৭ আগস্ট। ৯ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের লড়াই। আর ১০ আগস্ট হবে স্বর্ণ জয়ের লড়াই।

প্যারিস অলিম্পিকের পূর্নাঙ্গ সূচি

কোয়ার্টার ফাইনাল

দিন বার ম্যাচ সময়
৩ আগস্ট শনিবার জাপান-যুক্তরাষ্ট্র সন্ধ্যা ৭টা
৩ আগস্ট শনিবার স্পেন-কলম্বিয়া রাত ৯টা
৩ আগস্ট শনিবার কানাডা-জামার্নি রাত ১১টা
৪ আগস্ট রোববার ফ্রান্স-ব্রাজিল রাত ১টা

সেমি ফাইনাল

দিন বার ম্যাচ সময়
৫ আগস্ট সোমবার জাপান/যুক্তরাষ্ট্র-কানাডা-জামার্নি রাত ১০ টা
৬ আগস্ট মঙ্গলবার ফ্রান্স/ব্রাজিল-স্পেন/কলম্বিয়া রাত ১টা

ব্রোঞ্জ পদক ম্যাচ

দিন বার ম্যাচ সময়
৮ আগস্ট বৃহস্পতিবার সেমিতে হেরে যাওয়া দুই দল রান ৯টা

স্বর্ণ পদক ম্যাচ

দিন বার ম্যাচ সময়
৯ আগস্ট শুক্রবার সেমিতে জয়ী দুই দল রাত ১১টা


আরও সংবাদ

জরুরি হটলাইন