• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৯
বৃহস্পতিবার, ১ অগাস্ট, ২০২৪
প্রতীকী ছবি।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চট্টগ্রামের খুলশীতে অরুনা দা সিলভা (৫৩) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সানমার স্প্রিন ভিলার ৫ম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হলেও বুধবার (৩১ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ প্রতিদিন খবর এ তথ্য নিশ্চিত করেন।

অরুনা দা সিলভা এশিয়ান গ্রুপে

থানা সূত্র জানা যায়, নিকোলাস বিশ্বাস নামে এক সহকর্মী প্রথমে থানাকে মরদেহের বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলভার সহকর্মীর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন। গৃহকর্মী বাসায় আসলে তাকে এক কাপ চা বানিয়ে দিতে বলা হয়। পরে তিনি ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে গিয়ে দেখেন, বিছানায় শোয়া। ডাকাডাকির পরও সাড়া দিচ্ছিলেন না। গৃহকর্মী তার পায়ে হাত দিয়ে দেখেন, শরীর একেবারে ঠান্ডা। একপর্যায়ে নিচ থেকে সিলভার গাড়িচালককে নিয়ে আসেন। তিনি পাশের একটি ফার্মেসি থেকে স্থানীয় একজনকে নিয়ে এসে চেক করালে সে জানান, সিলভা মারা গেছেন।

ওসি নেয়ামত বলেন, শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন