এক বা দুই নয় বরং পুরো ৩২ হাজার ইউয়ান কেটে হাজারের বেশি টুকরো করেছেন চীনের এক নারী। এরপর তা নিয়ে হাজির হয়েছেন ব্যাংকে। পরে টুকরো টুকরো করা টাকার নোটগুলো কয়েক দিন ধরে জোড়া লাগিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় ওই নারীর টুকরো টুকরো করা অর্থের পরিমাণ মান ৫ লাখ ২০ হাজার টাকার মতো। দীর্ঘ পাঁচ বছর পর এসব টুকরো অর্থ নিয়ে ব্যাংকে হাজির হন ঝ্যাং নামে এক নারী। তিনি জানান, এসব টাকা ছিলে টুকরো করেন তার ভাইয়ের স্ত্রী, যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ওই নারী মারা যান। এরপরই বিপুল এ টাকা নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টুকরো করা এসব টাকা নিয়ে ঝ্যাং হাজির হন ইউনান প্রদেশের কুনমিং এলাকার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নায়। টুকরো করা এসব টাকা দেখে সমাধানের আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা। তারপর টানা ২০ দিনের বেশি সময় ধরে এসব টাকা জোড়া লাগান ব্যাংকের চার কর্মকর্তা।
জানা যায়, ঝ্যাংয়ের ওই ভাইয়ের চার সন্তান রয়েছে। বর্তমানে তারা সিচুয়ান প্রদেশের পর্বতঘেরা একটি গ্রামে বাস করে। তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। ফলে টুকরো হওয়া এসব নোট ব্যবহার করা গেলে লাভবান হতেন তারা। এরপরই স্থানীয় বেশ কয়েকটি ব্যাংকে যোগাযোগ করেন ঝ্যাং। তবে কেউ এসব নোট বদলে দিতে রাজি হয়নি। পরে কুনমিংয়ের আইসিবিসি ব্যাংকে এ কাজ করে দেয়।