• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

বৃষ্টির মধ্যেই ব্র্যাকের শিক্ষার্থীদের গণমিছিল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮০
শুক্রবার, ২ অগাস্ট, ২০২৪
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গণমিছিল। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বৃষ্টির মধ্যেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর আফতাবনগরে শিক্ষার্থীদের এই গণমিছিল শুরু হয়।

জানা যায়, শিক্ষার্থীদের গণমিছিলটি রামপুরা ব্রিজ ঘুরে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদের মিছিল ঘিরে পুলিশের একটি দলকে নিরাপত্তা দিতে দেখা যায়। পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে গণমিছিলের সামনে ও পেছনে অবস্থান নিয়ে চলতে থাকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এসেছেন। যেন কোনো দুষ্কৃতকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

এর আগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মিছিল করে তারা। এ সময় মিছিলের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন