• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের গণমিছিল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৬
শনিবার, ৩ অগাস্ট, ২০২৪
দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের গণমিছিল
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ শুক্রবার (২ আগস্ট) দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে। সংঘাত ও সংঘর্ষের ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে এই কর্মসূচি। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা ছাত্রহত্যার বিচার, গ্রেপ্তার ছাত্রদের মুক্তি, হয়রানি বন্ধসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ শুরু হয় গতকাল জুমার নামাজের পর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বৃষ্টির মধ্যেই ঢাকার বেশকিছু স্থানে গতকাল গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে উত্তরার একটি স্থান ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।

এদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অংশগ্রহণ করেন শিক্ষকরাও।

যেসব জেলায় গণমিছিল হয়েছে- কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পিরোজপুর, পাবনা, দিনাজপুর, জয়পুরহাট, নড়াইল, বরগুনা, যশোর, যশোরের কেশবপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।


আরও সংবাদ

জরুরি হটলাইন