• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮২
শনিবার, ৩ অগাস্ট, ২০২৪
লক্ষ্মীপুরে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার (৩ আগস্ট) চৌমুহনী-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ঝুমুর ইলিশ চত্বরে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভে লক্ষ্মীপুরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি হাতে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।

আন্দোলনকারীরা লক্ষ্মীপুরে তাদের ওপর শুক্রবার (২ আগস্ট) দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন। এ ছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন।

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।


আরও সংবাদ

জরুরি হটলাইন