• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

উল্লাপাড়ায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৮
শনিবার, ৩ অগাস্ট, ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিজ্ঞান মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা।

পরে শ্রীকোলা মহাসড়ক এলাকায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হাতে বাঁশের লাঠি নিয়ে ‘এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার’, ‘আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ’, ‘লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘ভুয়া, ভুয়া’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ছাত্ররা আমাদের ভাই, ভাই হত্যার বিচার চাই’ বলে সরকারবিরোধী নানামুখী স্লোগান দেন।

এ সময় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সমন্বয় কমিটির প্রধান মাসুম আনাম, রিফাত বিন জামান, মাহফুজ আনামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন