• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

হিলিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন মিছিল ও সমাবেশ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
শনিবার, ৩ অগাস্ট, ২০২৪
বৃষ্টিতে ভিজে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুরের হিলি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি( দিনাজপুর) প্রতিনিধি ঃ
বৃষ্টিতে ভিজে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুরের হিলি । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্কুল কলেজের শিক্ষার্থী অংশ নিয়েছে এই মিছিলে।শনিবার চার টায় হিলি চার মাথা এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে পুলিশ তাদের কাছাকাছি শান্তি পুর্ন অবস্থান করে । ওই এলাকার একটু সামনে মুহুর্তেই স্কুল কলেজের শিক্ষার্থী জড়ো হতে থাকে । পরে তারা মহাসড়কে মিছিল নিয়ে চেকপোস্ট, হিলি বাজার হয়ে হিলি চারমাথায় অবস্থান নেয়। তারা রাস্তা অবরোধ করে সমাবেশ শুরু করে। সমাবেশে বহুসংখ্যক নারী শিক্ষার্থী অংশ নেয়। এ সময় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। । শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হিলি চারমাথা চত্বর। শিক্ষার্থীরা এসময় বলেন আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন । তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। বিকেল সাড়ে পাঁচ টার দিকে সমাবেশ শেষ হয়। এসময় প্রায় এক ঘন্টা ব্যাপি সড়ক আটকে রাখে শিক্ষার্থীরা।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন