• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়েছেন মেয়র কাজল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
বৃহস্পতিবার, ৮ অগাস্ট, ২০২৪
ছবি: সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর এবং কার্যালয়ে ভাঙচুর চলছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়ও ঘটছে এমন ঘটনা। তবে লোকমুখে আলোচনার জন্ম দিয়েছে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা।

জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) দুপুরে তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যান তিনি। পুকুরে সাঁতরে তার পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন।

এর আগে মেয়র কাজলের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। কাজল আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন