• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বিকেলে ঢামেকে যাবেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৮
শুক্রবার, ৯ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়নে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আন্দোলনে আহতদের দেখতে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (০৯ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান আজ বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যারা আহত হওয়া জাতীয় বীর ও তাদের স্বজনদের সাথে সাক্ষাৎ করতে যাবেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। এতে জায়গা পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। তাদের মধ্য থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ডাক টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।


আরও সংবাদ

জরুরি হটলাইন