• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

সরকারকে পদোন্নতিবঞ্চিত ফোরামের অভিনন্দন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭২
শনিবার, ১০ অগাস্ট, ২০২৪
ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম। সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সব শহীদ এবং বীর ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। মেধা ও যোগ্যতাকে বিবেচনায় নেয়নি প্রশাসন। ফলে শত শত যোগ্য কর্মকর্তা বছরের পর বছর ধরে পদোন্নতিবঞ্চিত ছিলেন। এমনকি কোনো ধরনের প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ কিংবা অন্যান্য সুবিধা পাননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি বিবেচনায় নিয়ে পদোন্নতির দাবি জানিয়েছেন এসব কর্মকর্তা। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে তাদের বিশ্বাস।


আরও সংবাদ

জরুরি হটলাইন