• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

মুখে রড ঢুকিয়ে শিশুকে হত্যা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৪৯
শনিবার, ১০ অগাস্ট, ২০২৪
নেশাগ্রস্ত নাইম আহমদ। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সিলেটের বিশ্বনাথে ঘুমের মধ্যে ডাকায় মুখে রড ঢুকিয়ে তামিম আহমদ (৭) নামের এ শিশুকে হত্যা করে পুকুরে ফেলে দেয় এক নেশাগ্রস্ত যুবক।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। খুন হওয়া তামিম কালীগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

নেশাগ্রস্ত নাইম আহমদ (২২) নেত্রকোনার মদন উপজেলার বড়হাটি গ্রামের আব্দুস সত্তারের ছেলে।

অভিযুক্ত নাইম ও খুন হওয়া তামিমের পরিবার একই কলোনিতে বসবাস করতেন। শনিবার (১০ আগস্ট) ভোরে স্থানীয় বাসিন্দারা খুনি নাইমকে খুঁজে বের করে আটক করে। সকাল ৮টায় তাকে নিয়ে পাশের পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত নাইম জানায়, ড্যান্ডি সেবন করে সে বাসায় ঘুমাচ্ছিল। শিশু তামিম বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় সে কি করেছে আর বলতে পারেনি।

এদিকে পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) তামিমের লাশ ও খুনি নাইম কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন