• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে রাস্তা ঘাট সংস্কারের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১২১
শনিবার, ১০ অগাস্ট, ২০২৪
ফুলবাড়ীতে রাস্তা ঘাট সংস্কারের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান, ফুলবাড়ী, কুড়িগ্রাম, প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দুর করতে প্রচারণা, দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর পাশাপাশি ভাঙা সড়ক সংস্কারে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্থানীয় জনসাধারণ কে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সড়কের ভাঙা জায়গা গুলো ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য কাজ করছেন তারা। এর অংশ হিসেবে শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা সদরের হেলিপোর্ট সংলগ্ন পাকা সড়কের ভাঙা জায়গায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে এলাকার লোকজন উৎসাহের সাথে ছাত্রদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পেরে খুশি বলে জানায়। এভাবেই এগিয়ে যাক আমাদের দেশ, দুর হোক সকল বৈষম্য বলে মনে করেন সুশীল সমাজ।


আরও সংবাদ

জরুরি হটলাইন