• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

‘আবার কেউ অত্যাচার নির্যাতন করতে এলে তরুণরা রুখে দেবে’

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৩
শনিবার, ১০ অগাস্ট, ২০২৪
টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে টাঙ্গাইল জামায়াতের নেতৃবৃন্দ। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

‘যারা আন্দোলনকারীদের নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে আবার কেউ অত্যাচার নির্যাতন করতে এলে তরুণরা তা রুখে দেবে’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বর্তমান পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আহসান হাবীব মাসুদ বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশ দেখছি। বৈষম্যবিরোধী এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলনকে কেউ বিতর্কিত করার দুঃসাহস দেখাতে পারবে না। আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের স্যালুট জানিয়ে তিনি বলেন, আজকের তরুণরা আগামীতেও মাঠে থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন নয়। বরং যারা এটা বলে তারাই সন্ত্রাসী। আমাদের কোনো জনশক্তি কোথাও সন্ত্রাস করে থাকলে প্রমাণ দিন, আমরাই তার বিচার করব। জামায়াত-শিবিরের কেউ কারও এক ইঞ্চি জমি দখল করেছে, তা প্রমাণ করতে পারলে জামায়াত ছেড়ে দেব। তিনি বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রতিটি থানার সামনে এবং বিভিন্ন এলাকায় মন্দিরের সামনে পাহারা বসিয়েছে। যাতে কেউ কোনো আক্রমণ করতে না পারে।

বাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী ও সেক্রেটারি সাইফুল ইসলাম এবং শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন