• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

অধ্যক্ষসহ গভর্নিং বডির পদত্যাগ দাবিতে আন্দোলনে ভিকারুননিসা ছাত্রীরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
রবিবার, ১১ অগাস্ট, ২০২৪
আন্দোলনে ভিকারুননিসা ছাত্রীরা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকির কারণে অবিলম্বে ‍ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদ‌ থেকে কেকা রায় চৌধুরীকে পদত্যাগ করার দাবিতে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগ দাবি করেন তারা।

রোববার (১১ আগস্ট) সকাল ১০টায় বেইলি রোডে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন কয়েকশ শিক্ষার্থী। একই দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ‌

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন‌ অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন‌ তারা। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির পদত্যাগ করতে হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন