• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

২৫ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৪
সোমবার, ১২ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় সেখানে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তবে সোয়া ১১টার দিকে তিনি বের হয়ে যান।

জানা গেছে অধীনস্ত ২৫টি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সচিবরা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন এবং প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন