• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৬
সোমবার, ১২ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১২ আগস্ট) জাতীয় শোক দিবসের এ ছুটি বাতিল করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠক কবে- জানতে চাইলে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানিয়েছেন, সেটি আমি কীভাবে বলব? উপদেষ্টা পরিষদের মিটিং কি আমি ডাকব? আমি তো দেখছি আপনারা আমাকে ভিলেন বানিয়ে ছাড়বেন।

জাতীয় শোক দিবসের ছুটি থাকা বা বাতিল প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার হাতে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে আমাদের এখানে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারব। কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন