• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

যে চিঠি বাতিল করল ধর্ম মন্ত্রণালয়

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৭
মঙ্গলবার, ১৩ অগাস্ট, ২০২৪
প্রতীকী ছবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বৈষম্যবিরোধী আন্দোলনে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির হিসাব করতে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল ধর্ম মন্ত্রণালয়েরই অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তরপ্রধানকে।

অল্প সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি ধর্ম উপদেষ্টার নজরে আসে। এরপরই বাতিল করা হয় চিঠিটি।

সোমবার (১২ আগস্ট) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আগের চিঠিটি ভুল করে পাঠানো হয়েছিল জানিয়ে চিঠিটি বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের নামে ঘটা নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তথ্য সংগ্রহ নামে ভুল করে পাঠানো চিঠিটি আদেশক্রমে বাতিল করা হয়েছে।

গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া হয়েছিল আগের চিঠিতে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা থেকে জানানো হয় চিঠিটি ‘ভুলক্রমে’দেওয়া হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন