গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস‘।
সোমবার (১২ আগস্ট) রাত সোয়া ১০টার সময় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে ও অন্য কোনো আপত্তি না থাকায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদিন রাত ৮টার পর থেকে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করতে থাকেন।
জানা গেছে, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি।