জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য কনফারেন্স কক্ষে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এদিকে অনলাইন ক্লাস প্রত্যাখ্যান করে আগামী রোববার (১৮ আগষ্ট) থেকে সশরীরে ক্লাস কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করার পর সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে প্রতিটি বিভাগ থেকে সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট বিবৃতিও প্রদান করেন। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) গঠন করে আগামী ২৩ সেপ্টেম্বরের ভেতর নির্বাচন দেয়ার জন্য আজ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
জকসু নির্বাচন ছাডাও শিক্ষার্থীরা আজ ৬ দফা দাবি তুলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় প্রশাসনকে।
জবি শিক্ষার্থীদের দাবিসমূহ হলো:
১. ছাত্র-শিক্ষক, কর্মচারীদের সকল ধরনের রাজনীতি বাতিল করতে হবে।
২. নৃবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাজমুন নাহার লিপিকে স্থায়ী বহিষ্কার করতে হবে।
৩. দলীয় নিয়োগ বাতিল করতে হবে।
৪. ক্যাম্পাসের সামনের সব লেগুনা/বাস স্ট্যান্ড বন্ধ করতে হবে।
৫. সর্বশেষ ছাত্রলীগের ২৩টি নিয়োগ বাতিল করতে হবে।
৬. ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করতে হবে।