• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

উত্তরবঙ্গের বন্যা নিয়ে আবহাওয়াবিদ পলাশের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫০
শুক্রবার, ২৩ অগাস্ট, ২০২৪
তিস্তা নদী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ (ছবি ইনসার্টে)। তিস্তা নদী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ (ছবি ইনসার্টে)।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যেই ১৩টি জেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ।

এমন পরিস্থিতিতে শঙ্কায় রয়েছে দেশের উত্তরের জনপদও। তিস্তা নদীর ওপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে যাওয়া সেই শঙ্কা যেন আরও বেড়ে গেছে। তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন তিনি।

যেখানে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, উত্তরবঙ্গে বন্যার কোন সম্ভাবনা নেই আগামী ১ সপ্তাহ। গত ৩ দিন থেকে পূর্ব ভারতের সিকিম কিংবা আসাম রাজ্যের উপরে কোনো ভারি বৃষ্টি হয়নি। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীতে বন্যার কোনো সম্ভাবনা নোই কমপক্ষে আগামী ৪ দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামী ২৭ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি স্বাভাবিক সময়ের চয়েও নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে ফেসবুকের কোনো পোস্ট আপনার দৃষ্টিগোচর হয়ে যে পোস্টে দাবি করতেছে উত্তরবঙ্গে বন্যার সংবাদ সাথে-সাথে সেই পোস্টে চ্যালেঞ্জ করবেন ও ফেসবুকে রিপোর্ট করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার শুরু থেকে বিভিন্ন তথ্য দিয়ে আসছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল। চলমান বন্যার জন্য চারটি প্রাথমিক কারণ উল্লেখ করেন তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন