• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

যে কারণে ভয়ে আছেন নায়িকা পলি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৫
মঙ্গলবার, ২৭ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

এক সময়ের আলোচিত চিত্রনায়িকা পলি ভয়ে আছেন। সেকথা নিজেই বলেছেন তিনি। অনেকটা মজা করেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

ফেসবুকে পলি লিখেছেন ভয়ে আছি। কারণ আমাকে পাবার জন্য কেউ আবার শাহবাগে আন্দোলন করে না বসে। হাহাহা।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই নানা আন্দোলন শুরু হয়েছে। আনসার রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন দাবি আদায়ের জন্য শাহবাগে আন্দোলন ও অবস্থান নিচ্ছেন। এই ঘটনা নিয়ে মজা করেই পোস্টটি করেছেন পলি।

ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পলি। তার নায়কের তালিকায় ছিলেন মান্না শাকিব খান রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেকে। এই নায়িকার বেশির ভাগ সিনেমা ছিল ব্যবসা সফল।

মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন পলি। সেই সিনেমায় তার নায়ক ছিলেন মান্না। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখ্যযোগ্য আগুন আমার নাম জাতশত্রু আজকের আক্রমণ, কালা মানুষ, কঠিন পুরুষ, ঢাকার রানী, টাফ অপারেশন, টপ ক্রাইম, এলাকার ত্রাস, সাবধান সন্ত্রাসী,রঙ্গীন চশমা, ভাড়াটে খুনী, ডেয়ারিং, চরম শিক্ষা, আজকের তাজা খবর, ধর মাস্তান,মানিক বাদশা, অস্ত্রধারী, ফায়ার, যুদ্ধে যাব ও ক্ষত বিক্ষত।


আরও সংবাদ

জরুরি হটলাইন