• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলনের গণসামাবেশ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৪৪
মঙ্গলবার, ২৭ অগাস্ট, ২০২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে চৌরাস্তা বাজারের তেঁতুলতলা সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হাই।

প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ আব্দুল্লাহ।

সমাবেশে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল্লাহ আল হুসাইন মাহমুদী সভাপতিত্ব করেন। আর সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. ত্বলিবুল্লাহ্।

এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলনা সৈয়দ মো. সুলতান মাহমুদ, জেলা শাখার অন্যতম সদস্য হাফেজ মাওলানা জমির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল সুজন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান।

এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. ইয়াছিন আরাফাত মুন্না, ইসলামী আন্দোলনের তেঁতুলিয়া উপজেলা শাখার সহসভাপতি মো. সমিজ উদ্দীন, তেঁতুলিয়া উপজেলা শাখার সদস্য মো. জামাল উদ্দীন, তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল্লাহ চৌধুরী, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. আছির উদ্দীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলনের তেঁতুলিয়া উপজেলা শাখা সভাপতি মো. নাইম ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন