• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

নেত্রকোনার সাবেক এমপি রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৫
বুধবার, ২৮ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এ ছাড়া ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৯ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টায় কলমাকান্দা থানার ওসি জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য শাহীনুর আলম শাহীন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে সোমবার বিকেল পর্যন্ত সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের হুকুমে আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে চাঁদা আদায় করতেন। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সর্বশেষ সোমবার দুপুরে যাত্রাবাড়ী এলাকায় প্রবাহিত নদীপথে নৌকা দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ আসামিরা চাঁদা আদায় করেছিলেন। এ সময় বাধা দেওয়ায় দুই ব্যক্তির ওপর হামলা চালিয়ে আহত করা হয়।

মামলার একাধিক আসামির সঙ্গে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর এসব নেতারা আত্মগোপনে আছেন।

কলমাকান্দা থানার ওসি জালাল উদ্দীন  বলেন, এ মামলায় রানা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন