• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ষড়যন্ত্রকারীরা থেমে নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৩
বুধবার, ২৮ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম-খুন, অপকর্ম হয়েছে- সেসবের বিচার হতে হবে। ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তারও বিচার করতে হবে। জনগণের এখন দাবি হলো, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতা হারালে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও সারা দেশে তাদের কোনো নেতাকে বিএনপির কেউ হত্যা করেনি। দেশের জনগণ কোথাও তা দেখেনি। কারণ, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি গুম-খুন-সন্ত্রাসে বিশ্বাস করে না।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রেপারির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুল হাই শিকদার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ওমর ফারুক প্রমুখ নেতারা।


আরও সংবাদ

জরুরি হটলাইন