• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে : জিএম কাদের

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৬
বুধবার, ২৮ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) উত্তরার বাসভবনে কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার জাপা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারা জাপা চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগীদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে। পরে কূটনীতিকরা মধ্যাহ্নভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হওয়ার আশাবাদ ব্যক্তি করে জি এম কাদের বলেন, প্রতিযোগিতার বিশ্বে আমরা পিছিয়ে থাকতে পারি না। দেশকে যে কোনো মূল্যে এগিয়ে নিতে হবে। এজন্য উন্নয়ন সহযোগিদের সঙ্গে আরো বেশি সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন