• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

আদালত চত্বরে হামলার বিষয়ে যা বললেন ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৩
বুধবার, ২৮ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত চত্বরে হামলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি যাতে না ঘটে সে জন্য তারা বিভিন্ন চিন্তা করছেন।

গ্রেপ্তার করা সাবেক মন্ত্রী ও নেতাদের ওপর আদালত চত্বরে হামলা ঘটনা ঘটেছে। যা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ নজরুল। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

তিনি বলেন, আদালতে যাওয়ার সময়ে কারোর ওপর আক্রমণ করা কোনোভাবেই সমর্থন করা যায় না। একটি দল (আওয়ামী লীগ) ও মন্ত্রিসভার সঙ্গে থাকা লোকদের জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায়ভার সাবেক সরকারের।

এ ছাড়াও তিনি বলেন কারোর মামলা করতে বাধা দেওয়ার কোনো অধিকার রাষ্ট্রের নেই।


আরও সংবাদ

জরুরি হটলাইন