অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত চত্বরে হামলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি যাতে না ঘটে সে জন্য তারা বিভিন্ন চিন্তা করছেন।
গ্রেপ্তার করা সাবেক মন্ত্রী ও নেতাদের ওপর আদালত চত্বরে হামলা ঘটনা ঘটেছে। যা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ নজরুল। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
তিনি বলেন, আদালতে যাওয়ার সময়ে কারোর ওপর আক্রমণ করা কোনোভাবেই সমর্থন করা যায় না। একটি দল (আওয়ামী লীগ) ও মন্ত্রিসভার সঙ্গে থাকা লোকদের জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায়ভার সাবেক সরকারের।
এ ছাড়াও তিনি বলেন কারোর মামলা করতে বাধা দেওয়ার কোনো অধিকার রাষ্ট্রের নেই।