• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

জনপ্রশাসন সচিবকে বিএনএসএর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬১
বৃহস্পতিবার, ২৯ অগাস্ট, ২০২৪
জনপ্রশাসন সচিবকে বিএনএসএর ফুলেল শুভেচ্ছা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সদ্য যোগদান কৃত জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। বুধবার (২৮ আগস্ট) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এ শুভেচ্ছা জানান।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ওএসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেমক্রমে উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অন্যদিকে একইদিনে মো. মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মোহাম্মাদ আবু নঈম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যোগদানের পর থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় মো. মোখলেসুর রহমানকে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী এই নিয়োগ পান তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন