• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

যতদিন প্রয়োজন বন্যার্তদের পাশে থাকবে যুবদল : মুন্না

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫৭
বৃহস্পতিবার, ২৯ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনটির নেতাকর্মীরা উদ্ধার কার্যক্রমও করছেন। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন বন্যার্তদের পাশে থাকবেন তারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফেনীতে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান তিনি।

মোনায়েম মুন্না এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ দিন ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় যুবদল সভাপতি মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধর্ম-বর্ণ, রাজনৈতিক পরিচয় দূরে রেখে যুবদলের প্রতিটি নেতাকর্মী জাতীয় এই দুর্যোগে জনগণের পাশে থাকতে এবং তাদের জানমালের নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। এমন অবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন