• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

দিল্লিতে ১২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫৮
শুক্রবার, ৩০ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চলতি বছরের আগস্ট মাসে ভারতের রাজধানী দিল্লিতে ৩৭৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১২ বছরে সর্বোচ্চ। ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্যে বিষয়টি জানা গেছে। খবর এনডিটিভির।

তথ্য বলছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত দিল্লিতে ৩৭৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৩ সালের আগস্টে ৩২১.৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল। মাসের দুই দিন বাকি থাকতেই এবার ২০১৩ সালের রেকর্ড ভাঙল চলমান বৃষ্টিপাত।

এ ছাড়া গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ২০১০ সালে রেকর্ড করা হয়েছিল । তখন শহরে ৪৫৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ ছাড়া ভারতের আবহাওয়া অফিস বলছে, এখন পর্যন্ত দিল্লিতে অগস্টে বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ১৯৬১ সালের ঘরে। তখন ভয়াবহ বৃষ্টিপাত ৫৮৩.৩ মিলিমিটারে পৌঁছায়।

এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) বৃহস্পতিবার দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডি অনুসারে এটি বাজে আবহাওয়া এবং দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতির আরও খারাপ হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে।

পূর্বাভাস বলছে, আগস্টের বাকি দুদিন দিল্লির আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরটিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি মাসের ভারী বৃষ্টিতে ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। দিল্লিতেও পানি জমে মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। তিন দিনে সেই রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রি-সহ বেশ কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে।


আরও সংবাদ

জরুরি হটলাইন