
নরসিংদীতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ : মাদকবিরোধী বিশেষ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানা পুলিশ পৃথক তিনটি ঘটনায় মোট ৪ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় রায়পুরা থানা পুলিশ এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত
১. ১০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার (প্রথম ঘটনা):
রায়পুরা থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯:০০ ঘটিকায় (২১ অক্টোবর) মাহমুদাবাদ চেকপোস্ট থেকে একটি সফল অভিযান চালায়। এই অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ বাবুল মোল্লা (৩৯) (পিতা- মোঃ সেকেন্দার মোল্লা), সাং- বেতবাড়ীয়া, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট।
২. আমানুর শেখ (২৮) (পিতা- মৃত লুৎফর শেখ), সাং-কুশলা উত্তরপাড়া, থানা- তেরখাদা, জেলা-খুলনা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২. ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার (দ্বিতীয় ঘটনা):
একই দিনে বিকেল ৩:৩০ ঘটিকায় রায়পুরা থানা পুলিশের অপর একটি টিম বালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৩২)-কে (পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- বালুয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী) ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৩. ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার (তৃতীয় ঘটনা):
এছাড়াও, রায়পুরা থানা পুলিশের আরেকটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদাবাদ চেকপোস্ট থেকে আরও ০২ (দুই) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিজান (২২)-কে (পিতা-সামসুল আলম, সাং- খান চরপাড়া, থানা – উখিয়া, জেলা- কক্সবাজার) গ্রেফতার করে। এই ঘটনায়ও রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বদ্ধপরিকর। সকল অপরাধীকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।























